কেরানীগঞ্জের কদমতলী নূরইসলাম কমান্ডার গোলচত্বর এলাকায় নব নির্মিত পাবলিক টয়লেট পরিদর্শন করেছেন উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু,
সোমবার (৮ নভেম্বর) দুপুরে তিনি পরিদর্শন করেন।
জানাগেছে, বিগত কয়েকমাস পূর্বে "টয়লেট ভোগান্তিতে কদমতলীর যাত্রীরা" শিরোনামে একাধিক বেসরকারী , বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াতে সংবাদ প্রচার করে। নিউজ প্রচারের পর উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ বিষয়টি গুরুত্বর সাথে বিবেচনা করে।
পরে যাত্রীদের ভোগান্তি দূর করতে দ্রুত কদমতলী গোলচত্বর এলাকায় একটি পাবলিক টয়লেট স্থাপনের সিদ্ধান্ত গ্রহন করেন। কয়েকদিনের মধ্যেই নতুন পাবলিক টয়লেট তৈরীর কাজ শুরু হয়। কম সময়ে দ্রুত পাবলিক টয়লেট তৈরী শেষ হয়। এখন শুধু উদ্বোধনের অপেক্ষা।
এ বিষয়ে কদমতলী গোলচত্বরে নবাবগঞ্জ থেকে আগত সাকিল নামের এক যাত্রী জানান, নবাবগঞ্জ থেকে এসে আমরা কদমতলী নামি। তবে অনেক সময় টয়লেট ধরলেও তা করতে পারিনা। এখন টয়লেটটি হওয়ায় আমার মত অনেকরই উপকার হবে। স্থানীয় সিএনজি ও বাস চালক, প্রাইভেট ছলক, ও হেলপাররা, দূরপাল্লার থেকে আগত যাত্রীরা ও আশেপাশে এলাকার পথচারীরা টয়লেটটি নির্মাণ করায় উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদকে ধন্যবাদ জানান।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com