কেরানীগঞ্জ র্যাব ১০এর অভিযানেরদেশীয় অস্ত্রসহ দুই ডাকাত সদস্য আটক,
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু,
ঢাকার কেরানীগঞ্জের ঝিলমিল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে র্যাব ১০।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো মো. সজিব (৩২), মো. রাসেল (২৮),
আজ বিকালে র্যাব-১০ বিষয়টি নিশ্চিত করেন বলেন,মঙ্গলবার রাত ১১ টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল এলাকায় ডাকাতি প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়।
এসময় তাদের নিকট থেকে ডাকাতি হওয়া ০৪ টি অটো রিক্সা, ডাকাতি কাজে ব্যবহৃত ০১টি সি এন জি, ০১টি মোটরসাইকেল, ০২টি দেশীয় ধারালো অস্ত্র, ০২ টি সুইচ গিয়ার চাকু, ০৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। তারা বেশ কিছুদিন যাবৎ ঢাকা-মাওয়া মহাসড়কের নিরিবিলি স্থানে অবস্থান নিয়ে অটোরিক্সা, সি এন জি, মোটর সাইকেল ইত্যাদির গতি রোধ করে সাধারন মানুষকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাদের সাথে থাকা মূল্যবান সম্পদ লুটসহ অটোরিক্সা, সি এন জি, মোটর সাইকেল ইত্যাদি জোরপূর্বক ছিনিয়ে নিত বলে জানা যায়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com