কেরাণীগঞ্জ চড়াইলের মরহুম ব্যক্তিদের স্মরণে
ডে-নাইট ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত,
শামীম আহম্মেদ,
নানান আয়োজনে উৎসব মুখর পরিবেশে সমাপ্ত হলো কেরাণীগঞ্জ চড়াইলের মরহুম ব্যক্তিদের স্মরণে ডে-নাইট টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের আসর। গত শুক্রবার রাতে এই ফাইনাল খেলায় অংশ গ্রহন করে ভাগনা ভাই বন্ধু একাদশ বনাম গোলজারবাগ সূর্ষ্য সেনা স্পোটিং ক্লাব। টুর্ণামেন্টে ভাগনা ভাই বন্ধু একাদশকে এগারো রানে পরাজীত করে টুর্ণামেন্টের শেষ হাসি হাসেন গোলজারবাগ সূর্ষ্য সেনা স্পোটিং ক্লাব। খেলার শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিন্দী ইউনিয়নের আ’লীগের সাধারণ সম্পাদক মো.হুমায়ন গনি, সহ-সভাপতি মোঃ জিলহজ ,স্থাণীয় ইউনিয়নের সাবেক ইউপি চেয়ার্যান মহসীন রানা খোকন, ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো.ইয়ামিন প্রমূখ। টুর্ণামেনটি স্মরণীয় রাখতে আয়োজক মো. ইয়ামিন দর্শকদের বসার জন্য মাঠের চার পাশে প্রায় দুহাজার চেয়ার ব্যাবস্থা করেন। এছাড়াও ব্যবস্থা করেন জেনারেটর, আলোকসজ্জা,আতশবাজি ও সাউন্ট সিস্টেমের।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com