জিনজিরা মডে লটাউন লক ডাউন ঘোষণা
কেরাণীগঞ্জে প্রথম করোনা আক্রান্ত ব্যক্তির সন্ধান মিলেছে। তার নাম গোলাম মোস্তফা (৬৮)। তিনি একজন ব্যবসায়ী। তিনি জিনজিরা ইউনিয়নের মডেল টাউন আবাসিকএলাকার ১ নাম্বার রোডের ৭২ নাম্বার বাড়ির বাসিন্দা। কয়েকদিন আগে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার দেহের করোনাভাইরাসের নমুনা সংগ্রহ করায়। ওই পরীক্ষায় আজ ৫ এপ্রিল রবিবার তার শরীরে করোনাভাইরাসের জীবাণু ধরা পড়ে।
তিনি বর্তমানে রাজধানীর কুয়েত-মৈত্রী হাসপাতালে ভর্তি আছে। কেরাণীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীর মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি কোনো বিদেশ ফেরত ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন কী না তা জানা যায়নি। এ খবরটি দ্রুত জিনজিরা ইউনিয়ন ও এর আশে পাশে ছড়িয়ে পড়লে মানুষের মাঝে চরম আতংক দেখা দেয়।
কেরাণীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল জানান,খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীর মোবারক হোসেন ও কেরাণীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাইনুল ইসলামসহ আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যদের সহায়তায় ওই বাড়িটিসহ পুরো জিনিজিরা মডেল টাউন এলাকাটি লকডাউন ঘোষণা করা হয়েছে।
কেরাণীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ জানান, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা কেরাণীগঞ্জ কর্তৃক সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ মোতাবেক কেরাণীগঞ্জ মডেল টাউনকে লকডাউন করা হয়েছে।
জানা যায়, এ এবং বি, দুটি ব্লক নিয়ে জিনজিরা মডেল টাউন এলাকা। যেখানে মোট ১৮০টি বহুতল বিশিষ্ট বাড়ী রয়েছে। সেখানে ৪ হাজার পরিবারে প্রায় ২০ হাজার লোক বসবাস করেন। একই সাথে পাশ্ববর্তী ইবনে সীনা ডায়াগনেষ্টিক সেন্টার কেরাণীগঞ্জ শাখা ও জিনজিরা ডায়াগনেষ্টিক সেন্টারটিও লকডাউন করা হয়েছে
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com