কেরাণীগঞ্জে ভেজালগুড় কারখানায় অভিযান জরিমানা ও সিলগালা করা হয়,
কেরানীগঞ্জ ,সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু,
রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে ভেজালগুড়ের কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় দুটি কারখানা মালিক রনজিত কুন্ড,পলাশ কুন্ড কে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া কারখানা দুটিকে সিলগালা করা হয়েছে।
আজ ৪ এপ্রিল মঙ্গলবার সকালে উপজেলার তেঘরিয়া ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকায় অবস্থিত দুটি ভেজালগুড় উৎপাদন কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। কেরানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি (দক্ষিণ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা পারভীন এর নেতৃত্বে অভিযানে সহায়তা করেন কেরানীগঞ্জ দক্ষিণ থানা পুলিশ।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, দীর্ঘদিন যাবৎ এরা ভেজাল গুড় উৎপাদন করে আসছিল। আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে ভেজালগুড় তৈরীর মালামালসহ দুই কারখানার মালিককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে । পরে জরিমানা প্রদান ও ভেজালগুড় উৎপাদন না করার শর্তে মুচলেকার মাধ্যমে তাদেরকে ছেড়ে দেয়া হয়। আমরা উপজেলা প্রসাশন যেখানে এমন ভেজাল বা অবৈধ কার্যকলাপ সম্পর্কে অবহিত হলেই সেখানে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
০৪.০৫.২০২১
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com