কেরাণীগঞ্জে ঢাকা জেলা পুলিশের উদ্যোগে মাস্ক বিতরন কর্মসূচি পালন করা হয়,
,কেরাণীগঞ্জ-সংবাদদাতা, ইমরান হোসেন ইমু
করোনা সচেতনতায় দেশব্যাপী সাধারণ জনগণকে উদ্বুদ্ধ করনের লক্ষে বাংলাদেশ পুলিশের উদ্যোগে শুরু হয়েছে জনসচেতনতা মূলক প্রচারাভিযান ও মাস্ক বিতরন কর্মসুচী। এরই অংশ হিসেবে আজ ২১ মার্চ রবিবার কেরাণীগঞ্জের কদমতলীতে এ কর্মসূচীর উদ্বোধন করেন ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার।
এসময় কদমতলীতে যাতায়াতরত বিভিন্ন শ্রেণী পেশার বেশ কিছু মানুষের মাঝে মাস্ক বিতরন করা হয়। পরে এক পথ সভায় মহামারি করোনা মোকাবেলায় তাদের এ কর্মসূচী চলমান থাকার কথা জানান পুলিশ সুপার মারুফ হোসেন। ঢাকা জেলা পুলিশ আয়োজিত এ মাস্ক বিতরন কর্মসূচীতে এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ দক্ষিণ)মো.হুমায়ুন কবির,অতিরিক্ত পুলিশ সুপার কেরাণীগঞ্জ সার্কেল মো.সাহাবুদ্দিন কবির, কেরাণীগঞ্জ মডেল থানার অফিসার ইন চার্জ কাজী মাইনুল ইসলাম,দক্ষিণ কেরাণীগঞ্জ থানার অফিসার ইন চার্জ মো.আবুল কালাম আজাদ,ঢাকাজেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশের অফিসার ইন চার্জ মো.নজরুল ইসলাম,মডেল থানার ইন্সপেক্টর অপারেশন আসাদুজ্জামান টিটুসহ কেরাণীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরাণীগঞ্জ থানা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ। #
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com