কেরাণীগঞ্জে জমি দখল ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে
সংবাদ সম্মেলন।
শামীম আহম্মেদ, কেরাণীগঞ্জ (ঢাকা)
ঢাকার কেরাণীগঞ্জে দুর্ধর্ষ সন্ত্রাসী, খুনি, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও ভূমিদস্যু কালা জরিপ এর কর্মকান্ডেরর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের সদস্য ওয়াহিদুজ্জামান মেম্বার।
আজ বৃহস্পতিবার সকালে তার নিজ গ্রাম ইকুরিয়ারর অফিসে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ওয়াহিদুজ্জামান বলেন, কালা জরিপ দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের হাসনাবাদ ইকুরিয়া এলাকায় বাসিন্দা। তার বাবা একজন ভ্যান চালক ছিলেন। তার বিরুদ্ধে হত্যা, মাদক ব্যবসা, মানব পাচার ও ডাকাতির অভিযোগ রয়েছে। বর্তমানে তার নামে বেনামে বিপুল সম্পদ রয়েছে। তিনি আরো বলেন, আমি ২০০২ সাল থেকে শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের সদস্য হিসাবে দায়ত্ব পালন করে আসছি। দায়িত্ব পালন কালিন এলাকার বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে আমি সবসময় বাঁধা প্রদান করেছি। এতে করে সন্ত্রাসী জরিপ আমার উপর ক্ষিপ্ত হয়ে আমার জমি বারবার দখলের চেস্টা করেছে, চাঁদা দাবি করেছে, এমনকি প্রাননাশের হুমকি দিয়েছে।
সর্বশেষ আমার মেয়ের নামে কেনা ১৯ শতাংশ জমি দখলের চেস্টা করে জরিপ বাহিনী।
আমি বাঁধা দিতে গেলে আমাকে ও আমার পরিবারকে প্রকাশ্যে হুমকি দেওয়া হয়। এই ঘটনায় আমি কেরাণীগঞ্জ দক্ষিণ থানায় একটি সাধারণ ডাইরি করি। সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন জরিপ ও তার বাহিনীর বিরুদ্ধে কেউ মুখ খুলতে পারছেন না। তার বাহিনী বর্তমানে দেড় শতাধিক কিশোরগ্যাং সদস্য নিয়ে সক্রিয়। আমি এই সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি, কুখ্যাত কালো জরিপ তার বাহিনীকে আইনের আওতায় এনে ইকুরিয়া বাসিকে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসের হাত থেকে মুক্তি দিন।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com