বুধবার, ১৬ Jul ২০২৫, ০৭:১৪ অপরাহ্ন
কেরাণীগঞ্জের হাতেম তাই যেন জাহিদ হাসান রনি
শামীম আহম্মেদ .
কালিন্দী ইউনিয়নের এক দানবীরের নাম হাজী মো.জাহিদ হোসেন রনি। কালিন্দীর যুব সমাজের এক অহংকার। উদীয়মান এই যুবক ব্যবসাবাণিজ্যের পাশাপাশি রাজনীতিতেও রয়েছে তার সক্রিয় ভুমিকা। ইতিমধ্যেই এলাকার গরিব দুঃখির পাশে থেকে ব্যাপক পরিচিতি এখন তার। দেশের এই চরম সংকটময় মূহুর্তে এলাকার অসহায় ও দরিদ্র মানুষের পাশে এসে দাড়িয়েছেন একাধিকবার। তার এ ধরনের দানশীলতা এলাকার সবাই তাকে হাতেম তাই বলেই জানে। সারা কালিন্দীতে তারচেয়ে অনেক বেশী সম্পদশালী লোকের অভাব নেই। কিন্তু এ ধরনের উদার মন মানসিকতা ক’জনের আছে। হোম কোয়ারেন্টাইন কিংবা নিরাপদে থাকার নিমিত্তে অঘোষিত লকডাউন বা বন্ধ করে দেয়া হয়েছে সকল ধরনের ব্যবসা বাণিজ্য,কলকারখানা ও দোকানপাট। এতে করে কর্মহীন হয়ে বিপদে পরেছেন নিম্ন আয়ের মানুষেরা। তাই দেশের এই সংকটময় মূহুর্তে এসব দরিদ্র ও অসহায় মানুষদের সেবায় যে যার মত এগিয়ে আসতেছেন। ঠিক সেই মুহুর্তে তিনিও প্রারিত করেছেন তার সেবার হাতদুখানি। সম্প্রতি স্থানীয় প্রায় তিন শতাধিক মানুষকে খাদ্য সহায়তা হিসেবে প্রদান করছেন চাল, ডাল, তেল, আলু, পেয়াজ ও লবণ। এরপর আবার নতুন করে ৩ শতাধিক পরিবাকে ফের খাদ্য সহায়তা হিসেবে বিতরণ করছেন ৬ কেজি চাউল, ৩ কেজি আলু, ২ কেজি পেয়াজ, ১ কেজি মসুর ডাল, ১ কেজি মোটর, ১ কেজি চিনি, ১ লিটার সয়াবিন তেল ও আধা কেজি লবণ। রমজানকে সামনে রেখে খাদ্য ও ইফতার সামগ্রী হিসেবে তিনি এসব খাদ্য সহায়তা প্রদান করেন। এ ব্যাপারে জানতে চাইলে হাজী মো.জাহিদ হোসেন রনি বলেন, দেশের এই সংকটময় মূহুর্তে আমরা জনগনের পাশে এসে দাড়াতে চাই। আমরা চাই দলমত নির্বিশেষে কেরাণীগঞ্জের একটি মানুষও যেন একবেলাও অভুক্ত না থাকে। সে বিষয়টি বিবেচনায় রেখে স্থানীয় সাংসদ বিদ্যুৎ,জ্বালাণী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নরুল হামিদ বিপু ও উপজলা আওয়ামী লীগের আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ তাদের নিজস্ব তহবিল থেকে কেরাণীগঞ্জের ১২টি নইউনিয়নে যেমন খাদ্য সহায়তা প্রদানের কাজ চলমান রেখেছেন। তাদের এ ধরনের খাদ্য সহায়তা আমাকে অনুপ্রাণিত করেছে। তাই আমিও স্ব-প্রোণদিত হয়ে নিজ উদ্যোগে আমার এলাকার কিছু অসহায় ও সুবিধা বঞ্চিত কিছু মানুষের পাশে দাড়িয়ে তাদের সামান্যতম খেদমত করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সমাজের বিত্তবানরাও যেন তার মত এভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেন এমন আহবান তার।