সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ১২:৫৮ পূর্বাহ্ন
কেরাণীগঞ্জের আব্দুল্লাহপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের
পরিচালনা পরিষদের নতুন সভাপতি কবি এইচ.এম রুবেল
শামীম আহম্মেদ.
ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের আব্দুল্লাহপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের এখন নতুন সভাপতি কবি এইচ.এম রুবেল। তিনি আব্দুল্লাহপুর গ্রামের হাজী আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে। তথ্যমতে র্সবশষে গেজেট অনুযায়ী সরকারী প্রথমিক বিদ্যালয় এর পরিচালনা পরিষদে সভাপতি পদে যিনি থাকবনে,অবশ্যই তাকে স্নাতক বা স্নাতোকোত্তর ডিগ্রিধারী হতে হবে। তারই ধারাবাহিকতায় সম্প্রিত কেরাণীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী “আব্দুল্লাহপুর সরকারী প্রাথমকি বিদ্যালয় ” পরিচালনা পরিষদের তিন বছর মেয়াদী নতুন কমিটি গঠিত হয়। নব নির্বাচিত কমিটির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আইন বিষয়ে স্নাতক ও র্দশন বিষয়ে স্নাতক ও স্নাতোকোত্তর ডিগ্রিধারী শিক্ষানুরাগী সমাজর্কমী কবি এইচ.এম রুবেল। তিনি জানান, শিক্ষার প্রাথমিক স্তরকে প্রশ্নের সম্মূখীন করা বাণজ্যিকি প্রষ্ঠিান গুলো অপেক্ষা সরকারী প্রাথমকি বদ্যিালয় গুলোর মানোয়ন্নয়নে সরকারী পদক্ষেপ গুলো বাস্তবায়নে কাজ করার পাশাপাশি স্থানীয় শিক্ষর্থিীদের বিপুল অংশগ্রহন ও অভিভাবকদের সমন্বয়ে অত্র এলাকার শিক্ষার প্রসারে নিজকে র্সবোচ্চটা দিয়ে কাজ করবো, শিক্ষর্থিী বৃদ্ধি, ভালো ফলাফল এবং মানসম্মত পরিবেশ ফিরিয়ে আনা সহ সরকারী প্রাথমকি বিদ্যালয়ের প্রতি আপামর জনতার আস্থা ফিরিয়ে আনাই আমার অন্যতম লক্ষ্য।