করোনা প্রতিরোধে কেরাণীগঞ্জে
স্বেচ্ছাসেবক লীগের পরিচ্ছন্ন অভিযান।।
মোঃইমরান হোসেন ইমু।।, কেরাণীগঞ্জ-
করোনা ভাইরাস প্রতিরোধে কেরাণীগঞ্জে নানা ধরনের গণসচেতনতা মূলক প্রচারাভিযানসহ যাবতীয়সব কাজ করে যাচ্ছেন উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ। তাদের এ ধরনের জনসচেতনতা মূলক ও সামাজিক কর্মকান্ডের সার্বি সহযোগিতায় এগিয়ে এসেছেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ সকলশ্রেণী পেশার মানুষ। তারই ধারাবাহিকতায় আজ ১৯ মার্চ বৃহস্পতিবার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন দক্ষিণ কেরাণীগঞ্জ থানা স্বেচ্ছাবেক লীগ। কেরাণীগঞ্জের প্রাণকেন্দ্র কদমতলীস্থ বীরমুক্তিযোদ্ধা নূরইসলাম কমান্ডার চত্বর থেকে শুরু করে জনিটাওয়ার এলাকা পর্যন্ত রাস্তার দুইধারে এ অভিযান পরিচালনা করে থানা স্বেচ্ছাসেবক লীগ।
দক্ষিণ কেরাণীগঞ্জ থানা স্বেচ্ছাবেক লীগ সভাপতি হাজী মিরাজুর রহমান সুমনের নেতৃত্বে এসময় অন্যান্যেও মধ্যে আরো উপস্থিত ছিলেন,থানা স্বেচ্ছাসেবক লীগ সাধারন সম্পাদক মো.রমজান আলী মেম্বার,সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল, মো.নূর আলম,শাহ সেলিম বাবু,উৎপল মজুমদার,মো. হিমেল, ,মো.মানিক শেখ ।
সুমন বলেন, আমরা সকলেই পরিষ্কার-পরিচ্ছন্ন থাকি। নিজে এবং পাশের লোকজনকে পরিচ্ছন্নতার ব্যাপারে উৎসাহিত করি। করোনা নামক এই ভাইরাস থেকে সকলেই সতর্ক থাকি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভাইরাস থেকে দেশবাসীকে মুক্ত রাখতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মসূচিতে দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন
কেরাণীগঞ্জ থেকে
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com