এবার চাঁপাইনবাবগঞ্জের পুরাতন বাজারে জাতীয় ভোক্তা অধিকারের অভিযান
মোঃ অনিক দেওয়ান চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ সদরের পুরাতন বাজারে তদারকিমূলক অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়। অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে শনিবার(২ মে) দুপুরে ৪ হাজার টাকা জরিমানা আরোপ করে তা আদায় করা হয়।
অভিযানে নেতৃত্বদানকারী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জহিরুল ইসলাম জানান, জেলার সদর উপজেলার পুরাতন বাজারে বাজার তদারকি করতে গিয়ে দেখা যায়, কিছু দোকানে কোন মূল্য তালিকা নেই এবং মূল্যের অসামঞ্জস্যতা লক্ষ করা যায়। কোন দোকানে চাল, ডাল, পেঁয়াজ, রসুন, আদা ইত্যাদি নিত্য প্রয়োজনীয় পণ্যের ক্রয় ভাউচার নেই। ব্যবসায়ীদের সতর্ক করা হয় যেন অতিরিক্ত মুনাফালোভী না হয় এবং মূল্যে কারসাজি না করেন। এছাড়া প্রতিষ্ঠান মালিকদের সামাজিক দূরত্ব বজায় রাখা, ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় করা ও মূল্য তালিকা প্রদর্শন করার বিষয়ে সচেতন হওয়ার আহবান জানানো হয়েছে।
পরে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে সেখানকার জাহাঙ্গীর স্টোরকে ১ হাজার এবং মইনুল ট্রেডার্সকে ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় সেসাথে সকল মুদি দোকানে আদা কেজি প্রতি গুণগত মানভেদে সর্বোচ্চ যৌক্তিক মূল্য ১৮০ টাকা মূল্যে বিক্রির নির্দেশনা দেয়া হয়।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com