আশুলিয়ায় ডিবি (উত্তর)-এর বিশেষ মাদকবিরোধী অভিযানে ১০৪০ লিটার অবৈধ মদসহ গ্রেফতার ৩।
(ঢাকা) প্রতিনিধিঃ সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
ঢাকা জেলার ডিবি (উত্তর) এর বিশেষ মাদকবিরোধী অভিযানে আশুলিয়া থানাধীন উত্তর গাজিরচট এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ চোলাই ও জাওয়া মদসহ তিনজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার, এর দিক নির্দেশনায় ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব মোঃ সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ শাহাদাৎ হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ ২২ ডিসেম্বর ২০২৫ খ্রি. রাত ০০:৪৫ ঘটিকায় উক্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে আসামিদের হেফাজত থেকে ৫২০ লিটার চোলাই মদ, ৫২০ লিটার জাওয়া মদ এবং চোলাই মদ প্রস্তুতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে। মাদক নির্মূলে জেলা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com