মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০৭:৫৮ অপরাহ্ন
আ’লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেরাণীগঞ্জে তালের চারা রোপণ করেন
কেরাণীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু,
আ’লীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেরানীগঞ্জের বিভিন্ন স্থানে তালের চারা রোপন করা হয়েছে।
আজ ২৩ জুন বুধবার বিকেলে কেরাণীগঞ্জে রাজউকের ঝিলমিল প্রকল্প এলাকার চন্ডীতলার বিভিন্ন স্পটে তালগাছ রোপন করে এই কর্মসুচীর উদ্বোধন করেন বাংলাদেশ আ’লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জলবায়ুর ঝুকি মোকাবেলায় বৃক্ষ রোপন জরুরী হয়ে পরেছে। সেজন্য মুজিব শতবর্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সারা দেশে ১ কোটি বৃক্ষ রোপন করেছে। তাছাড়া আ’লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৭২’শ তাল গাছ রোপন করবে বাংলাদেশ আওয়ামী লীগ। তিনি বলেন উচুবৃক্ষ মানুষ ও প্রাণীকে বজ্রপাতের হাত থেকে রক্ষা করে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তালগাছ উচু বৃক্ষ। তাই আমাদেরকে ব্যাপকহারে তালগাছ রোপণ করতে হবে।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরাণীগঞ্জ থানা আ’লীগের আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ ও থানা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক ম.ই মামুন।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন জিনিজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাকুর হোসেন সাকু ,দক্ষিণ কেরাণীগঞ্জ থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি , হাজী মিরাজুর রহমান সুমন , যুগ্মসাধারণ সম্পাদক সাহা সেলিম বাবু, উৎপল মজুমদার স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, শুভাঢ্যা ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল কাশেম, শুভাঢ্যা ইউনিয়নের যুবলীগের সভাপতি এমারতহোসেন , মো.রাসেল,কাজী মাহমুদুল হক পাভেল প্রমুখ। আওয়ামী লীগ, যুবলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ কৃষক লীগ সহ আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন