আমরা স্বপ্নের কথা বলি না, আমরা বলি বাস্তবায়নের কথা
-----অ্যাডভোকেট নিপুন রায়।
শামীম আহম্মেদ, কেরাণীগঞ্জ (ঢাকা) :
ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেরাণীগঞ্জ উপজেলা দক্ষিণ বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী বলেছেন, আমরা স্বপ্নের কথা বলি না, আমরা বলি বাস্তবায়নের কথা। আমারা স্বপ্ন দেখাই না, আমরা স্বপ্ন বাস্তবায়ন করতে বেশি পছন্দ করি। একটি ভাল স্বপ্ন দেখে নিজেকে স্থির করতে হবে। তবেই তুমি তোমার লক্ষ্য মাত্রায় পৌঁছাতে পারবে। শিক্ষার্থীরাই এক সময় দেশের নেতৃত্ব দেয়। তিনি আরও বলেন তোমরা আমার সন্তানের মত। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ আমাদের কাম্য। শুধু একাডেমিক শিক্ষা নয়,একাডেমিক শিক্ষার পাশাপাশি কারিগরী শিক্ষা গ্রহন করতে হবে। নতুন কুঁড়ি থেকে আমাদের অসংখ্য সুনামধন্য খ্যাতিজন জন্ম নিয়েছে। জিয়াউর রহমান এইরকম নতুন কুঁড়িসহ শিশুদের মেধা বিকাশের জন্য পরিশ্রম করেছেন। শিশুদের জন্য শিশুপার্ক করেছেন। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া খাদ্যের বিনিময়ে দেশের শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন।
আজ শনিবার সকালে কেরারাণীগঞ্জ থানাধীন জিনজিরা কেন্দ্রীয় ঈদগাহ প্রাঙ্গনে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এইসব কথা বলেন। গোলজারবাগ দূর্জয় এসোসিয়েশনের সভাপতি আবু জাহিদ মামুন এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি আরও বলেন আগামী স্বপ্নদ্রষ্টা জনাব তারেক রহমান শিক্ষা ক্ষেত্রে বিশেষ নজর দিয়ে কারিগরী শিক্ষা প্রতিষ্টান চালু করবেন । এবং ভাতার ব্যাবস্থা করবে। তিনি আরও বলেন বেগম খালেদা জিয়াই প্রথম চালু করেছিলেন বিনা মূল্যের বই বিতরণের বাস্তবায়ন। সর্ব শেষে শিক্ষার্থীদের পরামর্শ দেন ভয়কে জয় করে এগিয়ে যেতে হবে,মনে স্পিড নিয়ে আগে বাড়তে হবে। তাহলে তুমি দেশের কাজে নিজেকে বিলিয়ে দিতে পারবে।
সংবর্ধনা অনুষ্ঠানে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় কমিটির সদস্য হাজী নাজিম উদ্দিন, কেরাণীগঞ্জ উপজেলা দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, সিনিয়র সহ সভাপতি বদিউজ্জামান বাবুল,ওমর শাহনেওয়াজ, আজাদ হোসেন,ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি মো পাবেল মোল্লা কেরাণীগঞ্জ উপজেলা দক্ষিণ তাতী দলের সভাপতি হোসেন হীরা প্রমূখ।
[caption id="attachment_14410" align="alignright" width="1024"]
এই সংবর্ধনা অনুষ্ঠানে কেরাণীগঞ্জে জিনজিরা ইউনিয়নের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি পরিক্ষায় উত্তীর্ণ ৫৮৫ জন শিক্ষার্থীদের সংবর্ধনা স্বরূপ ক্রেস্ট উপহার দিয়েছেন গোলজারবাগ দূর্জয় এসোসিয়েশন।[/caption]
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com