শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০১:১৪ অপরাহ্ন
বছরের প্রথম দিনেই কেরানীগঞ্জের বিভিন্ন বিদ্যালয়ের পাঠ্যপুস্তক বিতরণ।,
কেরানীগঞ্জ সংবাদদাতা মো: ইমরান হোসেন ইমুু,
করোনাকালে নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করে অনন্য দৃষ্টান্ত সৃষ্টি করলো শেখ হাসিনা সরকার।প্রতি বছর গণভবনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসব উদ্বোধন করলেও এবার করোনার কারণে গণভবন থেকে ভার্চুয়ালি এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।আজ থেকে সারাদেশে পর্যায়ক্রমে ১২ দিনে শিক্ষার্থীদের হাতে বিতরণ করা হবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তক।এরই ধারাবাহিকতায় কেরানীগঞ্জের বিভিন্ন স্কুলে সকাল থেকেই বই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
সরেজমিন গিয়ে আমবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয় বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করতে দেখা গেছে।করোনাকালীন স্কুল বন্ধ থাকার পরেও নতুন বই হাতে পেয়ে অভিভাবকদের উচ্ছ্বসিত দেখা গেছে। এ সময় কয়েকজন অভিভাবক বলেন করোনা কালীন অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাচ্চাদের হাতে নতুন বই পৌঁছে দিয়েছেন, এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ, আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করুক।আমবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটি সভাপতি আনোয়ারা বেগম,
আগানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আমবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি সহ-সভাপতি মীর আসাদ হোসেন টিটু,আগানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিদ্যালয় পরিচালনা কমিটি সদস্য মোঃ জাকির হোসেন, কেরানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি আলতাফ হোসেন মিন্টু ও আমবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা ইয়াসমিন, সহ সহকারী শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন,