আগামী নির্বাচনে অংশগ্রহণ করেন না হলে বিএনপির অস্তিত্ব থাকবে না: কামরুল ইসলাম
কেরানীগঞ্জ সংবাদদাতা
এদেশে আর তত্ত্বাবধায়ক সরকারে আসার কোন সুযোগ নেই, আগামী নির্বাচন একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশনের মাধ্যমেই হবে। নির্বাচনে অংশগ্রহণ করেন, আমরাও একটি শক্তিশালী বিরোধী দল দেখতে চাই। নির্বাচন না করে সহিংসতার পথ বেছে নিলে এবার আর বিএনপির অস্তিত্ব থাকবে না বলে উল্লেখ করেছেন অ্যাডভোকেট কামরুল ইসলাম।
আজ ঢাকার কেরানীগঞ্জে কালিন্দী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন স্থানীয় সংসদ সদস্য (ঢাকা-২),সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
আজ (১লা অক্টোবর) শুক্রবার বিকেলে কালিন্দী ইউনিয়নের নেকরোজবাগ খেলার মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের আহ্বায়ক ইউসুফ আলী চৌধুরী সেলিম পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের উদ্বোধনের পর পবিত্র কুরআন তিলাওয়াত পর সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আবুল হাসান মোস্তানের সভাপতিত্বে এক আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক শফিউল আজম খান (বারকু) এবং যুগ্ন-আহবায়ক আলতাফ হোসেন বিপ্লব কর্মীদের মাঝে নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এ সময় অন্যান্যের মধ্যে স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com