মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ১১:৩৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ আদালত কে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে বিশ্ববিদ্যালয় দখলের চেষ্টা ড. মকবুল খান, তদন্তে ইউজিসি ঢাকা জেলা ডিবি (দক্ষিন) কর্তৃক বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও পিকাপ গাড়ি সহ ডাকাতির প্রস্তুতিকালে ০৪ জন ডাকাত গ্রেফতার। কেরাণীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান ফ্যাসিস্ট হাসিনার সহযোগীদের আইনের আওতায় আনা হবে — গয়েশ্বর কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির আয়োজনে বিজয় র‌্যালী। গণঅভ্যুত্থান দিবস ও সরকার পতনের বর্ষপূর্তিতে চাঁদপুরে বাংলাদেশ খেলাফতে মজলিসের বিজয় র‍্যালি। সীমাহীন যাত্রী ভোগান্তি চরমে কদমতলী এলাকায় ডিসি কাপ ফুটবলে চ্যাম্পিয়ন কেরানীগঞ্জে তরুণরা। চাঁদপুরে গ্রাফিতি ও চিত্রাঙ্কনে ফুটে উঠল রক্তাক্ত জুলাই ‘২৪-এর রঙে’ শিক্ষার্থীদের তুলিতে স্বাধীনতার বীরগাঁথা দক্ষিণ কেরানীগঞ্জে বিশেষ অভিযানে ভূমিদস্যু ও চাঁদাবাজ গ্রেপ্তার।

আগামীকাল ব্যাগ বহন নিষিদ্ধ

স্বল্পন্নোত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে আগামী বৃহস্পতিবার (২২ মার্চ) জাতীয়ভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ কর্মসূচি সুষ্ঠ ভাবে পালন এবং সার্বিক নিরাপত্তার স্বার্থে রাজধানীসহ সারাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে সব ধরনের ব্যাগ বহন নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

গত মঙ্গলবার (২০ মার্চ) সচিবালয়ে নিজ সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানিয়ে তিনি।

এর আগে এই কর্মসূচি বাস্তবায়নে আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও সভা করেছেনস্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী বৃহস্পতিবার সারাদেশে এই অনুষ্ঠান চলবে। এতে কেউ যেন নাশকতা না করতে  পারে এজন্য সব ধরনের  ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি।

আসাদুজ্জামান খাঁন কামাল আরও বলেন, ছাত্র বা যুবক শ্রেণির ব্যক্তিরা পিঠে এক প্রকার ব্যাগ বহন করে। অনুষ্ঠানের দিন এ ধরনের কোনো ব্যাক-প্যাকসহ কোনো রকম ব্যাগ বহন করতে দেওয়া হবে না।

সারাদেশে এ দিন বিরাট জনবহুল সমাবেশ হবে। এজন্য আমরা আইনশৃঙ্খলা রক্ষায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এছাড়াও বিকাল ৪টায় রাজধানীর কয়েকটি পয়েন্ট থেকে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা-কর্মচারীরা বঙ্গবন্ধু স্টেডিয়ামের সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে থাকবেন সাধারণ মানুষও’ জানিয়ে তিনি বলেন, ‘এজন্য ধারলো বস্তুু, দাহ্য পদার্থ বা আগুন জ্বলাতে পারে এমন বস্তুুও বহন করতে দেয়া হবে না।

  1. তিনি আরো বলেন, ‘ঐদিন সচিবালয়ে বেলা ৩টার পর কেউ প্রবেশ করতে পারবে না। যারা প্রবেশ করে ভেতরে অবস্থান করবেন, তারাও বের হতে পারবেন না।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host