আগানগর কাঁচা বাজার অন্যত্র সরিয়ে নেয়ার সিদ্ধান্ত
মোঃইমরান হোসেন ইমু, নিজস্ব প্রতিবেদক, কেরাণীগঞ্জ : বর্তমান পরিস্থিতিতে করোনা ছড়িয়ে পড়ছে কমিউনিটি পর্যায়ে। এমতাবস্থায় রাস্তাঘাটে অযথা ঘোরাফেরা এড়াতে বিভিন্ন স্থানে লকডাউন ঘোষণা করেছেন প্রশাসন। কেরাণীগঞ্জের জিনজিরাসহ বেশ কয়েকটি ইউনিয়নে লকডাউন ঘোনার পরও জনভোগান্তি লাঘবের কথা বিবেচনায় রেখে এতদিন যাবত সীমিত পরিসরে খোলা ছিল আগানগর কাাঁচা বাজার। কিন্তু করোনা পরিস্থিতি দিন দিন অবনতি হওয়ায় আজ আগানগর কাঁচা বাজারটি অন্যত্র সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নেয় উপজেলা প্রশাসন। তাই উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনের নির্দেশনা মোতাবেক বাজারটি আপাতত এখান থেকে সরিয়ে আমবাগিচা মাঠে স্থান্তরের সিদ্ধান্ত নেয় আগানগর ইউপি চেয়ারম্যান হাজী মো.জাহাঙ্গীর শাহ খুশী।
সে মোতাবেক আজ ১৩ এপ্রিল সোমবার বাজারে গিয়ে মাইকিং করে ব্যবসায়ীদের নিজ নিজ দায়িত্বে এবং দুরত্ব বজায় রেখে আমবাগিচা মাঠে বাজার সাজিয়ে বসার নির্দেশনা দেন ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খুশী।
উল্লেখ্য আগানগর কাঁচা বাজারটি আগানগর ইউনিয়ন বাসীর একমাত্র বাজার। এখানে ছোটবড় প্রায় পাচ শতাধিক দোকান রয়েছে।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com