আগানগর ইউনিয়ন পরিষদে এক হাজার পরিবারে মানবিক সহায়তা প্রদান।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু,
কেরাণীগঞ্জে শুরু হয়েছে স্থানীয় জনপ্রতিনিধিদের নিজস্ব আর্থিক অনুদানের মানবিক সহায়তা প্রদান কর্মসূচী। এ কর্মসূচীর আওতায় আজ দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধিন আগানগর ইউনিয়নে প্রায় এক হাজার অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে বিতরন করা হয়েছে নিদৃষ্ট পরিমানের চাল,ডাল,আলু,পেয়াজ ও লবণ।
আগানগর ইউপি চেয়ারম্যান হাজী মো.জাহাঙ্গীর শাহ খুশির নেতৃত্বে এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য মো.শাহিন, আব্দুর রাজ্জাক রুবেল,মো.দেলোয়ার হোসেন দিলু,মশিউর রহমান শাহীন, প্রাণ কুমার বর্মন, মো.রফিক ফারজানা ইসলাম চাঁদনী প্রমুখ।
আগানগর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খুশি জানান, গতবারের মত এবারের লকডাউনেও কেরাণীগঞ্জের কর্মহীন হয়েপরা অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন স্থানীয় সাংসদ বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ।
ঘোষনা দিয়েছেন উপজেলার প্রতিটি ইউনিয়নে মানবিক সহায়তা হিসেবে খাদ্য সামগ্রী (চাল,ডাল,আলু,পেয়াজ ও লবন) পৌছে দেয়ার। তারই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার আগানগরের এক হাজার পরিবারকে এ মানবিক সহায়তা প্রদান করা হয়। এতে প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল,২কেজি আলু,২কেজি ডাল,১কেজি পেয়াজ ও আধা কেজি লবন প্রদান করা হয়।
কেরাণীগঞ্জ থেকে
২৯-০৪-২০২১ইং।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com