রবিবার, ২০ Jul ২০২৫, ০২:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ দক্ষিণ কেরানীগঞ্জে বিশেষ অভিযানে ভূমিদস্যু ও চাঁদাবাজ গ্রেপ্তার। দক্ষিণ কেরানীগঞ্জে চাঁদাবাজি বিরোধী অভিযানে সেচ্ছাসেবক দল নেতাসহ ৩ জন গ্রেপ্তার । চাঁদপুরে শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে জেলা বিএনপির মৌন মিছিল দক্ষিণ কেরাণীগঞ্জে প্রকাশ্যে চাঁদাবাজি: তিনজন গ্রেপ্তার। কেরানীগঞ্জে চাঁদা তোলার সময় হাতেনাতে গ্রেফতার ৫ জন। কেরানীগঞ্জে কোটি টাকার ইয়াবাসহ চারজন গ্রেপ্তার। ঢাকা জেলা ডিবি (দক্ষিন) কর্তৃক ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ জন গ্রেফতার । স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে খুনের ঘটনায় অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রজ্জব আলি পিন্টু ও সাবাহ করিম লাকি’র আজীবন বহিষ্কারদেশ এবং আইনি ব্যবস্থা নেয়ার উদাত্ত আহবান যুবদলের। ঢাকা জেলা ডিবি (দক্ষিন) কর্তৃক গাঁজা, ইয়াবা এবং হেরোইনসহ ৪জন গ্রেফতার।

কেরানীগঞ্জে মোটরসাইকেল চোরচক্রের ৫সদস্য আটক

কেরানীগঞ্জে মোটরসাইকেল চোরচক্রের ৫সদস্য আটক
: ঢাকার কেরানীগঞ্জে একটি সংঘবদ্ধ মোটরসাইকেল চোরচক্রের ৫সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হচ্ছে ইমরান হোসেন মুন্না (২৩), মো. আশিকুর রহমান (২৬), মো. আকরাম হোসেন দেওয়ান (৩০), মো. ইমরান (২২) ও মো. রাজু আহমেদ (৪৬)। তাদের কাছ থেকে দুইটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (০৫মার্চ) দুপুরে আটকৃতদেও আদালতে প্রেরন করা হয়।

কেরানীগঞ্জ মডেল থানার এসআই মো. রফিকুল ইসলাম জানান, বুধবার বিকেলে সাড়ে ৪টায় কোনাখোলা মোড়ে ডিউটি রত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পান তারানগর ইউনিয়নে ঘাটারচর এলাকায় লাবনী পয়েন্টের সামনে কয়েকজন লোক চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে খবর পেয়ে একদল পুলিশ সেখানে অভিযান চালিয়ে উক্ত ৫জনকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়।

এসময় তাদেও কাছে থাকা দুইটি মোটরসাইকেলের মালিকানা ও যাবতীয় কাগজপত্র সমন্ধে জিজ্ঞাসা করা হলে তারা এর সঠিক উত্তর দিতে ব্যার্থ হয়। একপর্যায়ে তারা স্বীকারোক্তি দেয় যে তাদের কাছে মোটরসাইকেল দুইটি চোরাই। তারা আরও জানায়, তারা সংঘবদ্ধ চোরচক্রের সদস্য। তারা বিভিন্ন জায়গা থেকে মোটরসাইকের চুরি করে সেই মোটরসাইকেলের ইঞ্জিন, চ্যাসিস ও গাড়ির নম্বর পরিবর্তন করে কমদামে বিক্রি করে থাকে।

এব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম বলেন, আটকৃতরা সংঘবদ্ধ চোরচক্রের সক্রিয় সদস্য। এরা দীর্ঘদিন যাবত কেরানীগঞ্জের বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে আসছিল।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host