মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০২:৩৭ পূর্বাহ্ন
অসমাপ্ত কাজ সমাপ্ত করতে ফের
নির্বাচন করতে চান সাথী আলী।
শামীম আহম্মেদ।
অসমাপ্ত কাজ সমাপ্ত করার লক্ষে আবারও নির্বাচন করতে চান কেরাণীগঞ্জে উপজেলার শুভাঢ্যা ইউনিয়নের ২নং ওয়ার্ডের বার বার নির্বাচিত ইউপি সদস্য সাথী আলী। স্বপ্নের ২নং ওয়ার্ডকে সুন্দর ও পরিচ্ছন্ন ওয়ার্ড গঠনের লক্ষে ইউপি সদস্য সাথী আলী প্রতিনিয়ত তার নির্বাচনী এলাকায় উন্নয়নের বীজ বুনছেনে নিজ হাতে। তার মতে শুভাঢ্যার ২নং ওয়ার্ড হবে রাজধানীর বারি ধারার মত সুন্দর। তাইতো এলাকার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ্ও উন্নয়ন কর্ম-কান্ডের মাধ্যমে এলাকায় ব্যাপক জনপ্রিয়তা রয়েছে তার। এলাকার অলি-গলি থেকে শুরু করে ২নং ওয়ার্ডের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান এবং মসজিদ মাদ্রাসা ও ঈদগাহ সকল স্তরের রয়েছে তার নিরলস প্রচেষ্টা। কখনও নতুন রাস্তা নির্মান কিংবা পুরাতন রাস্তা সংস্কার। কখনোবা স্কুলের মাঠ ভরাট। আবার কখনওবা কমল মতিদের বই বিতরন, খেলাধুলা,করোনা কালিন সময়ে জনসচেতনতা সৃষ্টিতে নিজ এলাকায় মাইকিং-মাস্ক বিতরন, এমনকি স্থানীয় সুবিধা বঞ্চিত শিশুদের পাশে দাড়িয়ে এগিয়ে এসেছেন তাদের নানাবিদ সেবাকর্মে। আবার কখনোবা টিকাদান কেন্দ্রে উপস্থিত থেকে প্রতিবেশী শিশুকে কোলে তুলে মাতৃত্বের ভালবাসা দৃষ্ঠান্ত রেখেছেন হাম-রুবেলার টিকা প্রদানে। মোট কথা জনসেবার সকল অঙ্গনে তার অবদান রয়েছে। তৃণমূলের একজন জনপ্রতিনিধি যে,কতটা জনবান্ধব হতে পারেন তার দৃষ্টান্ত হতে পারেন সাথী আলী মেম্বার। জানাযায়, বিগত নির্বাচনের পর সাথী আলী তার নির্বাচিত ওয়ার্ডের শুভাঢ্যা পূর্ব পাড়ায় জেলে পাড়ার রাস্তার স্যুয়ারেজ লাইনসহ আরসিসি ঢালাই,বেগুন বাড়ি খালপাড় রাস্তার উন্নয়ন কাজ,ঝাউবাড়ি ব্রীজের সংস্কার কাজ, ঝাউবাড়ি-কদমতলী ব্রীজ রোড সংস্কার কাজ, শুভাঢ্যা কাচারি পাড়া রাস্তার স্যুয়ারেজ লাইন,এলাকায় সৌর বিদ্যুতের লাইট স্থাপন,পুকুর খনন,রাস্তায় মাটি ভরাট,কবরস্থান,ঈদগাহ মাঠসহ স্থানীয়দের মাঝে বয়স্কভাতা,বিধবা ভাতা,প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা উপহার,করোনা কালিন সময়ে সরকারি সহযোগীতার পাশাপাশি নিজ তহবিল থেকে সাধ্যমত সহযোগীতা প্রদান করে আসছেন। এতেকরে তার এলাকার প্রায় ৯০ভাগ কাজ তিনি ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে। বাকি অসমাপ্ত কাজ সমাপ্ত করার লক্ষে তিনি এবারও দলীয় মনোনয়ন চাইবেন।
তাই আগামী ইউপি নির্বাচনকে সামনে রেখে নিজেকে একবারে তৃণমূল থেকে শক্তিশালী করতে নিরলস কাজ করে যাচ্ছেন স্থানীয় এ জনপ্রতিনিধি । স্থানীয় সাংসদ নসরুল হামিদ বিপু,থানা আওয়ামী লীগের আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ এবং যুগ্ম আহবায়ক সবার প্রিয় ম.ই মামুনের দিক নির্দেশনা অনুযায়ী নিজেকে ধীরে ধীরে এভাবে এগিয়ে নেয়ার পাশাপাশি তৃর্ণমুল সংগঠনকে শক্তিশালী করছেন সাথী আলী মেম্বার। তারমত সৎ ও নিষ্ঠাবান ইউপি সদস্যের মাধ্যমেও বিভিন্ন সামাজিক কর্মকান্ডের দ্বারা একেবারে তৃণমূল থেকে সু-সংগঠিত হচ্ছে শুভাঢ্যা ইউনিয়ন আওয়ামী লীগ। #